ফিলিপাইনের জনপ্রিয় দ্বীপ বন্ধ ঘোষণা

বোরাকে দ্বীপ

ফিলিপাইনের জনপ্রিয় দ্বীপ বন্ধ ঘোষণা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফিলিপাইনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন দ্বীপ বোরাকে ছয় মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। ২৬ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।

আচমকা এমন সিদ্ধান্তে পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। বছরে প্রায় ২০ লাখ পর্যটক দ্বীপটিতে ঘুরতে আসেন।

এর ওপর নির্ভর করে সেখানে গড়ে উঠেছে অন্তত ৫০০টি হোটেল। গত বছর এই পর্যটন কেন্দ্র থেকে ফিলিপাইন ১০৭ কোটি ডলার আয় করেছে।
 
বোরাকে দ্বীপে  কাজ করে ১৭ হাজার মানুষ। এ ছাড়া নির্মাণকাজে জড়িত রয়েছেন আরও ১১ হাজার শ্রমিক।


দুই মাস আগেই বোরাকে ঘুরে যাওয়া দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দ্বীপটির হোটেল ও রেস্টুরেন্টগুলোর সমালোচনা করেছেন।  তিনি অভিযোগ করেন, সুয়ারেজ লাইন সরাসরি সাগরে দেওয়ায় এটি এখন আবর্জনার স্তূপ হয়েছে।  

মূলত ড্রেনেজ স্টিস্টেম তৈরি করে সাগরের পানি দূষণমুক্ত রাখতেই বোরাকে দ্বীপ ছয় মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন সরকার।  

সূত্র: সিএনএন, আল জাজিরা     •      অরিন/নিউজ টোয়েন্টিফোর 

সম্পর্কিত খবর