ইসরাইলি সেনাদের গুলিতে সাংবাদিকসহ নিহত ৯

ইসরাইলি সেনাদের গুলিতে সাংবাদিকসহ নিহত ৯

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিক্ষোভ মিছিলে ইসরাইলি সেনাদের স্নাইপার হামলায় নয়জন নিহত হয়েছেন। নিজ ভূমিতে ফেরার দাবিতে ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করলে এ হামলা চালানো হয়।

নিহতদের মধ্য দুই কিশোর এবং এক ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন। জখম হয়েছে কমপক্ষে ৫০০।

তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার এ খবর জানিয়ে প্যালেস্তাইনের স্বাস্থ্য দপ্তর বলেছে, সাংবাদিকদের জন্য নির্দিষ্ট স্থানে ‘‌প্রেস’‌ লেখা জ্যাকেট পরে সীমান্তে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন ইয়াসের মুরতাগা। তখনই গুলিবিদ্ধ হন তিনি।

পরে মৃত্যু হয় তাঁর।

সাংবাদিক হত্যার সাফাইয়ে আইডিএফ বলেছে, তারা শুধু বিক্ষোভকারীদের উপরই গুলি চালিয়েছিল। শুক্রবারও টায়ার জ্বালিয়ে, পাথর ছুড়ে বিক্ষোভকারীরা মিছিল করে। তাদের হঠাতে প্রথমে টিয়ার শেল নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করে ইসরাইলি বাহিনী। পরে গুলি চালায়।

আইডিএফ-এর অভিযোগ, তারকাটা টপকে প্রবেশের চেষ্টায় বিক্ষোভকারীরা বোতল বোমা ছুড়ছিল। এজন্য বাধ্য হয়ে তারা গুলি চালায়।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর