‘সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি সন্ত্রাসমুক্ত করা হবে’

বাশার আল-আসাদ ও ড. হাসান রুহানি।

‘সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি সন্ত্রাসমুক্ত করা হবে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশের প্রতি ইঞ্চি ভূমিকে সন্ত্রাসমুক্ত করা হবে বলে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

তিনি বলেছেন, আমেরিকা-ব্রিটেন-ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলা শুধু সিরিয়ার দৃঢ়তা বাড়াবে। এর বেশি কিছু নয়।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে টেলিফোন আলাপে বাশার আসাদ এসব কথা বলেছেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান অব্যাহতভাবে সিরিয়ার পাশে থাকবে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা আগ্রাসন সিরিয়ার জনগণের অবস্থানকে দুর্বল করতে পারবে না।

শনিবার সকালে আমেরিকা-ব্রিটেন-ফ্রান্স সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা করে। সিরিয়ার দুমা শহরে রাসায়নিক হামলার কথিত অভিযোগ তুলে এ হামলা চালানা হলো।

তবে পশ্চিমা দেশগুলো রাসায়নিক হামলার বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি।

এদিকে, সিরিয়ার সেনারা দুমা শহরে তাদের অভিযান অব্যাহত রেখেছে। এ শহরে সন্ত্রাসীদের পরাজয়ের পর আজ সিরিয়ার সেনারা সেখানে পরিচ্ছন্ন অভিযান চালায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর