৩৯তম বিসিএসের জন্য হেল্প লাইন

৩৯তম বিসিএসের জন্য হেল্প লাইন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পরীক্ষার্থীদের কারিগরী বিষয়ে পরামর্শ/সহায়তা দিতে হেল্প লাইন চালু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট চারটি নম্বর উল্লেখ করা হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আইম নেছার উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ ও ০১৫৫৫৫৫৫১৫২ এই চারটি নম্বরে প্রতি কর্ম দিবসে সকাল ১০টা থেকে দুপুর একটা এবং দুপুর দুটা থেকে পাঁচটা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

১০ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে ফরম জমা দেওয়া শুরু হয়েছে। আবেদন জমা দেয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর