যশোরে আন্তর্জাতিক নৃত্য দিবসে শোভাযাত্রা

যশোরে আন্তর্জাতিক নৃত্য দিবসে শোভাযাত্রা

যশোর প্রতিনিধি

‘মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়’ এমন আহবানে যশোরে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যশোর শাখা ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে স্থানীয় নৃত্যশিল্পী ও সংস্কৃতিজনদের অংশগ্রহণে এ দিবস উদযাপিত হয়।

শহরের টাউন হল ময়দানে বাদ্যের তালে তালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করা হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও নৃত্যশিল্পী সংস্থা যশোর শাখার সভাপতি জুলফিকার আব্দুল্লাহ।

আনন্দ শোভাযাত্রায় অংশ নেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য হারুণ অর রশীদ, উদীচী যশোরের সহসভাপতি মাহাবুবুর রহমান মজনু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, নৃত্যবিতানের পরিচালক জন সঞ্জীব চক্রবর্তী, নৃত্যশিল্পী সংস্থার যশোর শাখার সস্পাদক আরিফুল হক, সুরধুনী যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারু, আশাবরী যশোরের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, কবি প্রীতম গোর্কী, ছড়াকার সাজ্জাদ গনি খাঁন রিমন, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের সদস্য প্রণব দাস, গীতরঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের অধ্যক্ষ কামরুল হাসান রিপন, জেলা কালচারাল অফিসার হায়দার আলীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের নৃত্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)
 

সম্পর্কিত খবর