অস্কার অ্যাকাডেমি থেকে কসবি ও পোলানস্কিকে বহিষ্কার

অস্কার অ্যাকাডেমি থেকে কসবি ও পোলানস্কিকে বহিষ্কার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইউএস অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে বিল কসবি ও রোমান পোলানস্কিকে বহিষ্কার করা হয়েছে।

গেল মাসে যৌন হয়রানির একটি অভিযোগে দোষী সাব্যস্ত হন টিভি অভিনেতা কসবি। আর ১৯৭৭ সালে সামান্থা গাইমার নামে ১৩ বছর বয়সী এক মার্কিন কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন অস্কারজয়ী পরিচালক পোলানস্কি।

এর আগে প্রযোজক হার্ভে উইয়েনস্টেইনের বিরুদ্ধে কয়েক দফা যৌন হয়রানির অভিযোগ ওঠে।

এরপর ‘#MeToo’ আন্দোলন শুরুর পর ক্ষমতার অপব্যবহার করে যৌন হয়রানির নানা অভিযোগ আসতে থাকে আরও অনেকের বিরুদ্ধে।

অ্যকাডেমির সিদ্ধান্তের বিষয়ে এখনও মুখ খোলেননি কসবি ও পোলানস্কি। অবশ্য কসবির স্ত্রী ক্যামিলে এটিকে সত্যিকার অর্থে বিচার মানতে পারছেন না।

বোর্ড সদস্যদের ভোটের দুই দিন পর বৃহস্পতিবার অস্কার অ্যাকাডেমি তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠনের আচরণবিধি অনুযায়ী, অভিনেতা বিল কসবি ও পরিচালক রোমান পোলানস্কিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

অস্কার অ্যাকাডেমির ৯১ বছরের ইতিহাসে এ নিয়ে ৪জন বহিষ্কার হলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন, পোলানস্কির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন অ্যাকাডেমিরে এত সময় লাগলো?

পোলানস্কির ফরাসি ও পলিশ দুই দেশের নাগরিকত্ব রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী কিশোরী সামান্থা গাইমারের সঙ্গে যৌনমিলন করেছিলেন তিনি; যা আইনের চোখে ধর্ষণ।

সূত্র: বিবিসি, সিএনএন      •      অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর