ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

নাসিম উদ্দীন • নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভটিজিং, যৌন সন্ত্রাস ও মাদক বন্ধের দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছে।

আজ (৭ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরাও অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন নগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়াসিন আলী সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামাল, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক ইসরাফিল হক, সহকারী শিক্ষক মহসিন আলীসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক।

উল্লেখ্য, গেল ১ মে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ১০ ছাত্রীকে স্থানীয় কিছু বখাটেরা ইভটিজিং করে।

পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজসহ বড়াইগ্রাম থানায় পৃথক লিখিত অভিযোগও দেয়া হয়। মানববন্ধনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর