বেনাপোল বন্দর থেকে ১০ বোমা উদ্ধার

বেনাপোল বন্দর থেকে ১০ বোমা উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বেনাপোল স্থলবন্দরে মজুত করে রাখা ১০টি শক্তিশালি বোমা উদ্ধার করেছ বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে এ সময় কোনো সন্ত্রাসীকে আটক করা যায়নি।

আজ (১৫ মে) সকালে পোর্টে নিয়োজিত আনসার সদস্যদের সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ স্থলবন্দরের ১১নং শেডের পেছনের একটি বাথরুম থেকে বোমাগুলো উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) এহসানুল হক বলেন, পরিত্যক্ত ওই বাথরুমের তালা ভেঙে ১০টি শক্তিশালি তাজা বোমা উদ্ধার করা হয়।

এ স্থলবন্দরের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। তারই ধারাবাহিকতায় হয়তো সন্ত্রাসীরা  বোমা হামলার মাধ্যমে নাশকতা সৃষ্টি করতে চেয়েছিল। বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য থানায় আনা হয়েছে। কে বা কারা এ বোমা মজুদ করেছে সে ব্যাপারে তদন্ত করা হবে।

বেনাপোল বন্দরে নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার মহিদুল ইসলাম বলেন, বোমা দেখে থানায় খবর দিলে পুলিশ এসে দুটি ব্যাগ থেকে বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর