‘যেকোনো ভাবেই ইসরাইলকে প্রতিহত করা হবে’

ইসরাইলি হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

‘যেকোনো ভাবেই ইসরাইলকে প্রতিহত করা হবে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার ওপর ইসরাইলের হামলাকে আগ্রাসন হিসেবে বিবেচনা করে যেকোনো পরিস্থিতিতে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ।

গতকাল রাশিয়ার সোভোস্তপোল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইরানি সেনা মোতায়েন করা হয়েছে- এমন অজুহাত তুলে সিরিয়ার ওপর ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ পরিপেক্ষিতে হাদ্দাদ এ কথা বলেন।

 সিরিয়ার নিজস্ব সার্বভৌমত্ব রয়েছে উল্লেখ করে সিরিয় রাষ্ট্রদূত বলেন, বাইরের যেকোনো হামলাকে সিরিয়া আগ্রাসন বলেই বিবেচনা করে। বিমান প্রতিরক্ষা বাহিনীসহ আমাদের সেনারা সিরিয়ার আকাশ ও ভূমিকে রক্ষা করবে। সিরিয়ার বিরুদ্ধে চালানো যেকোনো আগ্রাসনকে আমরা প্রতিহত করব।

উল্লেখ্য, গত ১০ মে সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা করে।

এ হামলাকে ইসরাইল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইল ২৮টি যুদ্ধবিমান থেকে ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তবে মস্কো ও দামেস্ক দাবি করছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর