জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছেন রাজনাথ সিং

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছেন রাজনাথ সিং

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সন্ত্রাস দমনে সহযোগিতা বৃদ্ধি ও অল্প বয়সীদের মধ্যে জিহাদিমূলক কর্মকেণ্ডের প্রবণতা কমানোসহ একাধিক ইস্যুতে আলোচনার উদ্দেশ্যে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, তার ৩ দিনের বাংলাদেশ সফর শুরু হচ্ছে আগামী ১৪ জুলাই। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও বৈঠক করবেন রাজনাথ সিং।

দুই দেশের মধ্যে সন্ত্রাস দমন কৌশল কিভাবে আরও শক্তিশালী করা যায় এবং জঙ্গি সংগঠনগুলো যেভাবে অল্প বয়সী যুবক-যুবতীদের মধ্যে জিহাদিমূলক কর্মকাণ্ডের বীজ বপন করছে-তা কিভাবে বন্ধ যায়, মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনাথ সিংয়ের সাথে বাংলাদেশ সফরের সঙ্গী হবেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্মকর্তারা। দুই দেশের অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, গবাদি পশু, মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ অন্য জিনিসের পাচার রোধেও এই বৈঠকে আলোচনা হবে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর