‌‘২০১৯ সালেই এস-৪০০ পাচ্ছে তুরস্ক’

এস-৪০০।

‌‘২০১৯ সালেই এস-৪০০ পাচ্ছে তুরস্ক’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তুরস্ক আগামী বছরের শেষ নাগাদ রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র প্রথম চালান পাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামরিক জোটের বৈঠকে যোগ দেওয়ার অবকাশে তিনি সাংবাদিকদের একথা জানান।

যুক্তরাষ্ট্র ও ন্যাটোর  আপত্তি বিবেচনায় নিয়েই আংকারা রুশ নির্মিত অত্যাধুনিক এ ব্যবস্থা কিনবে জানিয়ে চাভুসওগ্লু বলেন, কৌশলগত উদ্বেগটা বুঝতে পারি এবং ন্যাটো সদস্য দেশগুলোর জন্য এটা স্বাভাবিক যে, এস-৪০০কে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থাবে চিনতে পারবে নাকি শত্রু মনে করবে। বিষয়টি আমাদের কাছেও স্পর্শকাতর।

বিষয়টি নিয়ে এরইমধ্যে তুরস্ক তার শর্তের কথা রাশিয়াকে জানিয়েছে।

উল্লেখ্য, গত মাসে তুরস্কের একজন শীর্ষ পর্যয়ের সেনা কর্মকর্তা বলেছিলেন, আংকারা এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক কমে যাওয়া ও মার্কিন হুমকির জবাবে তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে।

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এরদোগান কারাকুস রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থাকে বলেছিলেন, রুশ-তুর্কি সামরিক সম্পর্ক মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টিতে ভূমিকা রাখবে এবং এ অঞ্চলে সম্ভাব্য সংকট ঠেকাবে।

সম্পর্কিত খবর