১৫ আগষ্টের আগে আরেকটি বন্যার আশঙ্কা রয়েছে : কৃষিমন্ত্রী

ফাইল ছবি

১৫ আগষ্টের আগে আরেকটি বন্যার আশঙ্কা রয়েছে : কৃষিমন্ত্রী

শাহনাজ ইয়াসমিন

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী ১৫ আগষ্টের আগে আরেকটি বন্যার আশঙ্কা রয়েছে। তবে সেটা মোকাবেলার জন্য প্রস্তুত আছে কৃষি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ কথা জানান মন্ত্রী।  

এসময় মন্ত্রী বলেন, কৃষকের স্বার্থ বিবেচনা করেই বেসরকারি উদ্যোগে চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

তবে এটা বেশিদিন থাকবে না।

তিনি বলেন, চালের দাম বাড়ে সিন্ডিকেটের কারণে। তবে চাল আমদানি করা হবে, এটা শুনেই বাজারে চালের দাম কমা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশেই তত্বাবধায়ক সরকার নাই।

আর বাংলাদেশেও কোনোদিন আসবে না। বিএনপি যতই এসব নিয়ে কথা বলুক বা বিদেশিদের সাথে কথা বলুক এতে কোনো লাভ হবে না বিএনপির।  বিএনপিকে নির্বাচনে আসতে হলে জনগণের কাছেই ফিরতে হবে।  

যুক্তরাষ্ট্র যত বড় ক্ষমতাশালী দেশই হোক না কেন বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তাদের কোনো কিছু করার নাই। বিএনপি যদি মনে করে বিদেশিদের সাথে আলোচনা করে আন্দোলনের ক্ষেত্র তৈরি করবে সেটা কোনোদিনই সফল হবে না বলেও জানান কৃষিমন্ত্রী।

news24bd.tv/রিমু