'১৭০ টাকা মজুরিতে চা শিল্পের উপর চাপ পড়বে' 

সংগৃহীত ছবি

'১৭০ টাকা মজুরিতে চা শিল্পের উপর চাপ পড়বে' 

ফজলে রাব্বী

১৭০ টাকা মজুরিতে চা শিল্পের উপর চাপ পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম শাহ আলম। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি চা শিল্পে উৎপানদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমিক-মালিকদের ঐক্য এবং সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা নিশ্চিতে চা শ্রমিকদের বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

প্রতিদিন একজন চা শ্রমিক গড়ে নগদ অর্থসহ ৪০০ টাকার কাছাকাছি আয় করেন। অনেকে এর বেশিও পান বলে জানান টি অ্যাসোসিয়েশনের সভাপতি।

এর আগে, শনিবার বিকেল ৪টায় গণভবনে চা–বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা–বাগান মালিক এম শাহ আলমের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা-শ্রমিকরা। পরে ১৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা।

news24bd.tv/রিমু