উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছে র‍্যাব

কথা বলছেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম

উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছে র‍্যাব

অনলাইন ডেস্ক

র‌্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম জানিয়েছেন, আসন্ন উপজেলা নির্বাচনের জন্য অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে র‍্যাব। রোববার (২৮ এপ্রিল) কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  

র‌্যাবের নতুন মুখপাত্র বলেন, সারা দেশে চার পর্বে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরির জন্য র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা কাজ করছেন বলেও জানান তিনি।

কুকি চিনের তৎপরতা নির্মূলে র‌্যাব ও যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যৌথ বাহিনী এটি নিয়েও কাজ করছে। র‌্যাব যৌথ বাহিনীর অংশ। অভিযানের স্বার্থে কিছু বিষয়ে গোপনীয়তা রয়েছে জানিয়ে তিনি বলেন, এতটুকু বলতে পারি, র‌্যাব এ ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে।

ক্রসফায়ার সংক্রান্ত প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক। তিনি বলেন, শুধু র‍্যাব নয়, আত্মরক্ষার অধিকার সবারই আছে। ক্রসফায়ার শব্দটি আমি ব্যবহার করতে চাই না। আমরা সবসময় চাই বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড না ঘটুক। যদিও বিভিন্ন সময় এটা নিয়ে ভিন্নখাতে আলোচনা হয়।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক