রানির শেষকৃত্য অনুষ্ঠান কাভারেজ করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন সাংবাদিক!

সংগৃহীত ছবি

রানির শেষকৃত্য অনুষ্ঠান কাভারেজ করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন সাংবাদিক!

অনলাইন ডেস্ক

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হয়েছে সোমবার (১৯ সেপ্টেম্বর)। রানির শেষকৃত্যের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, জাপানের সম্রাট নারুহিতো, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অষ্ট্রেলিয়ার এক টিভি চ্যানেলে সেই শেষকৃত্যের লাইভ টেলিকাস্ট করছিলেন সঞ্চলক এলিসন ল্যাঙ্গডন, তখনই ঘটে বিপত্তি।

রানির শেষকৃত্যের টানা ১৪ ঘণ্টা কভারেজ করতে করতে ঘুমিয়েই পড়লেন এই সাংবাদিক।

আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে এখন নেটমাধ্যমে ভাইরাল।  

এলিসন অস্ট্রেলিয়ান টিভি চ্যানেলের সকালের অনুষ্ঠান টুডে-র জন্য রানির শেষকৃত্যের অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন। তাঁর দীর্ঘ ১৪ ঘণ্টার শিফ্‌টের শেষে তিনি যখন একটি ভাঁজ করা জ্যাকেটের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন, তখন সেই ঘটনা ক্যমেরাবন্দি হয়ে যায়।

এলিসনের ভক্তরা সেই ছবিগুলি নেটমাধ্যমে শেয়ার করেছিলেন।

পর দিন এলিসন নিজেই সেই ছবি রি-শেয়ার করে লেখেন, ‘১৪ ঘণ্টা শিফ্‌টের পর সবই মেনে নেওয়া যায়!’

নিজের আগের পোস্টে এলিসন লেখেন, ‘বাকিংহাম প্যালেসে এসে রানি এলিজাবেথের শেষকৃত্যের সাক্ষী থাকা সত্যিই সৌভাগ্যের বিষয়। ’

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

news24bd.tv/রিমু