গুলিতে নয়, অন্যকিছুর আঘাতে বিএনপি নেতা শাওনের মৃত্যু: পুলিশ

সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ সুপার

গুলিতে নয়, অন্যকিছুর আঘাতে বিএনপি নেতা শাওনের মৃত্যু: পুলিশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি 

মুন্সিগঞ্জে বিএনপি নেতা শাওনের মৃত্যু হয়েছে মাথার পেছনে আঘাতজনিত কারণে। ভিসেরা রিপোর্ট ও  ময়নাতদন্তের রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  

সাংবাদিকদের তিনি জানান, শাওনের মৃত্যু গুলিতে হয়নি।

মাথার পেছনে আঘাতের কারণে হয়েছে। এটা পিকেটারদের ইটের আঘাতে হতে পারে। ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পর্যালোচলা করে এমনটাই জানা গেছে।  

মুন্সিগঞ্জের মুক্তারপুরে গত ২১ সেপ্টেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় শহীদুল ইসলাম শাওন (২৭) মারা যান।

তার মাথায় আঘাত ছিল।  

শাওনের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মুরমা গ্রামে। বাবার নাম ছোয়াব আলী ভুইয়া। শাওন পেশায় মিশুক চালক এবং মীরকাদিম পৌরসভার যুবদলের কর্মী ছিলেন। দুই ভাই, এক বোনের মধ্যে শাওন ছিল বড়। স্ত্রী সাদিয়া আক্তার ও এক বছরের ছেলে আবরারকে নিয়ে শাওন মুন্সিগঞ্জেই থাকতেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই বছর আগে শাওন বিয়ে করেন।

news24bd.tv/ইস্রাফিল