ইউক্রেনে সেনা মোতায়েনে বড় ধাক্কা খেল রাশিয়া

সংগৃহীত ছবি

ইউক্রেনে সেনা মোতায়েনে বড় ধাক্কা খেল রাশিয়া

অনলাইন ডেস্ক

দুই সপ্তাহ আগে রাশিয়ার কাছ থেকে প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনরায় দখল করে ইউক্রেনীয় বাহিনী। সাত মাস ধরে চলা এ যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর এমন পাল্টা হামলায় নড়ে-চড়ে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

ঘোষণা দেন রিজার্ভে থাকা সেনাবাহিনীর তিন লাখ সদস্যকে ইউক্রেনে পাঠানোর। সেই মোতাবেক কার্যক্রম শুরুও হয়।

কিন্তু দশ দিনের মাথায় সেই পরিকল্পনায় বড়সড় ধাক্কা খেল রাশিয়া।  

সোমবার (৩ সেপ্টেম্বর) আল-জাজিজার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে যেতে ইচ্ছুক বহু রুশ জনগণ নিবন্ধন করেছেন। কিন্তু  নিবন্ধন তালিকায় নাম লেখানো হাজার হাজার যুদ্ধের জন্য অযোগ্য বিবেচিত হয়েছেন। ফলে বাধ্য হয়ে তাদের বাড়ি পাঠানো হয়েছে।

রাশিয়ার পূর্বাঞ্চল খবরভস্কের গভর্নর মিখাইল দেগতিয়ারেভ বলেন, কয়েক হাজার পুরুষ গত ১০ দিনে যুদ্ধের জন্য তালিকাভুক্তির জন্য নাম দেন। কিন্তু তাদের অনেকেই অযোগ্য। যুদ্ধে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রায় অর্ধেক সামরিক পরিষেবাতে প্রবেশের জন্য মানদণ্ড পূরণ করতে পারেননি। ফলে তাদের আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, খবরভস্ক অঞ্চলের সামরিক প্রধানকে অপসারণ করা হয়েছে। তবে তার অপসারণ এ কার্যক্রমকে ব্যাহত করবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ার গত ২১ সেপ্টেম্বর ইউক্রেনে তিন লাখ সেনা মোতায়েনের ঘোষণা দেন। এই ঘোষণায় দেশটিতে অসন্তোষ সৃষ্টি হয়। হাজার হাজার পুরুষ বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়।  

আবার ৩০টির বেশি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভে হয়। তখন ২ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।