নৌকাডুবির পর ৩০ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস

সংগৃহীত ছবি

নৌকাডুবির পর ৩০ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস

অনলাইন ডেস্ক

বুধবার গ্রিসের কিথিরা দ্বীপের কাছে পাথুরে এলাকায় অভিবাসীদের নিয়ে ভ্রমণরত একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে, দেশটির কোস্টগার্ড। নৌকাটিতে থাকা প্রায় ১০০ জন অভিবাসীকে বাঁচাতে উদ্ধার অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ।

নৌকাডুবির এলাকাটিতে তখন প্রবল বাতাস বইছিল বলে জানিয়ে কোস্টগার্ড জানান, ‘এখন পর্যন্ত ত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার মধ্যে অভিযান চলছে। ’ 

অভিবাসী বহনকারী নৌকাটি পাথুরে এলাকায় পাথরের ধাক্কায় ভেঙে পড়ে এবং ডুবে যায়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করতে একটি কোস্টগার্ড জাহাজ ও একটি গ্রীক নৌবাহিনীর হেলিকপ্টার সেখানে ছুটে যায়। তবে এ ঘটনায় সম্ভাব্য হতাহতের সংখ্যা বা অভিবাসীদের জাতীয়তা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়নি কোস্টগার্ড।

উল্লেখ্য, কিথিরা হল পেলোপনিস উপদ্বীপের দক্ষিণ-পূর্ব প্রান্তের বিপরীতে অবস্থিত একটি দ্বীপ। ২০১৫ এবং ২০১৬ সালে ইউরোপের অভিবাসন সংকটের প্রথম সারিতে ছিল গ্রিস। সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত এবং দারিদ্র্য থেকে মুক্তির আশায় এক মিলিয়ন শরণার্থী প্রধানত তুরস্ক হয়ে গ্রিসে আসে। তবে বর্তমানে গ্রিসে অভিবাসীদের আগমন অনেকটায় হ্রাস পেয়েছে। তবে এখনও সমুদ্রপথে গ্রিসে আসার প্রচেষ্টা অব্যাহত রয়েছে অভিবাসীদের।

news24bd.tv/আমিরুল