রাজধানীতে গৃহকর্মী নির্যাতন, গ্রেপ্তার ২

গৃহকর্মী বিলকিসের ওপর এভাবেই পাশবিক নির্যাতন চালানো হয়

রাজধানীতে গৃহকর্মী নির্যাতন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুস সালাম বর্ধনবাড়ী এলাকায় বিলকিছ আক্তার (৩২) নামে এক গৃহকর্মী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত বিলকিছ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

নির্যাতনের শিকার বিলকিছ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে।

দারুস সালাম বর্ধনবাড়ী এলাকার গৃহকত্রী সাহেরা বেগমের বাসায় গৃহকর্মীর কাজ করেন তিনি।

পুলিশ জানায়, এক বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করে আসছেন বিলকিছ। সাহেরা ও তার মেয়ে রত্না (৩০) প্রায়ই কাজে কোনো ভুল হলেই তাকে মারধর করতেন।  

সর্বশেষ গেল সোমবার (৬ আগস্ট) কাজের ভুল ধরে বিলকিছকে খুন্তি গরম করে মুখে ও পিঠে ছ্যাকা দেওয়া হয়।

ফলে শরীরে জখম নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।  

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ‘ওই গৃহকর্মী নির্যাতন সহ্য করতে  না পেরে কাল (৯ আগস্ট) বিকেলে বাসা থেকে পালিয়ে থানায় আসেন। তখন নিজেই বাদী হয়ে একটি মামলা (নম্বর ২৬) করেন। ’

‘পরে এ ঘটনায় গৃহকর্ত্রী ও তার মেয়েকে গ্রেপ্তার করা হয়। আজ অভিযুক্ত দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে। ’

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর