লেবাননে কাগজপত্র বিহীন কর্মীরা সুযোগ পাচ্ছে বৈধ হওয়ার 

খুশি প্রবাসীর

লেবাননে কাগজপত্র বিহীন কর্মীরা সুযোগ পাচ্ছে বৈধ হওয়ার 

লেবানন প্রতিনিধি

করোনাভাইরাস মহামারী, বৈরুতে বিস্ফোরণ, রুশ-ইউক্রেন যুদ্ধ, সরকারের পদত্যাগ এবং অস্বাভাবিক মুদ্রাস্ফীতির কারণে লেবাননে কাজ করতে আসা বিভিন্ন দেশের শ্রমিকরা নিজ দেশে ফিরে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানে দেখা দেয় কর্মী সংকট। আর এর মধ্যে এলো নতুন এক সুখবর। কাগজ পত্রহীন অবৈধ শ্রমিকদের সুযোগ দেওয়ার ঘোষণা আসে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে।  

মঙ্গলবার লেবাননের বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেইজে কাগজপত্র বিহীন কর্মীদের বৈধ হওয়ার সুযোগ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করে।

শ্রম কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, অবৈধ কর্মীরা স্বশরীরে উপস্থিত থেকে ৭০ মার্কিন ডলার সত্যায়ন ফি দিয়ে বৈধ হওয়ার আবেদন করতে পারবেন। এছাড়া দেশটির জেনারেল সিকিউরিটি দপ্তরে ৪ লাখ লেবানিজ পাউন্ড ও শ্রম মন্ত্রণালয় দপ্তরে ২০ লাখ লেবানিজ পাউন্ড পরিশোধ করার কথা ও উল্লেখ করা হয় নোটিশে।   

জ্বালানি, চিকিৎসা ও বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত লেবাননে গত কয়েক বছর ধরে চলছে মুদ্রাস্ফীতি। এ ছাড়া মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার লাগামহীন মূল্যহ্রাসে লেবানন থেকে দেশে ফিরতে বাধ্য হয় অনেক প্রবাসী বাংলাদেশি।

এতে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা দেয় কর্মী সংকট।

আর সে কারণে অনেক প্রতিষ্ঠান কাগজপত্রহীন বাংলাদেশিদের বৈধ করার আগ্রহ প্রকাশ করছে মত সংশ্লিষ্টদের।

news24bd.tv/কামরুল