নকআউট পর্বে উঠতে যে সমীকরণ মেলাতে হবে বার্সাকে

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগ 

নকআউট পর্বে উঠতে যে সমীকরণ মেলাতে হবে বার্সাকে

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে ইন্টার মিলানের ড্র করে মহাবিপদেই পড়েছে বার্সেলোনা। ভাগ্য খুব বেশি সুপ্রসন্ন না হলে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত কাতালান ক্লাবটির। খেলতে হতে পারে ইউরোপা লিগে।

প্রথম দেখায় ইন্টারের মাঠে বার্সা হেরেছিল ১-০ গোলে।

ফিরতি দেখায় আবার হার ডাকছিল বার্সাকে। তবে দুইবার পিছিয়ে পড়া ক্লাবটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে রবার্ট লেভানডস্কির কল্যাণে। শেষ দিকে দুটি গোল করে এখনও টুর্নামেন্টে বার্সাকে টিকিয়ে রেখেছেন এই তারকা স্ট্রাইকার।

তবে লেভানডস্কির জোড়া গোল বার্সাকে যেমন জেতাতে পারেনি, তেমনি দলটি বিপদ থেকেও উদ্ধার হতে পারেনি।

চার ম্যাচে শেষে মাত্র এক জয় ও ড্র নিয়ে বার্সা ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠতে গেলে শেষ দুই ম্যাচে তাই জিততেই হবে জাভিবাহিনীকে। শুধু তাই নয়, চেয়ে থাকতে হবে ইন্টারের পা হড়কানোর দিকেও।

ইন্টারের পরের ম্যাচ দুর্বল ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে। ওই ম্যাচ ইন্টার জিতে গেলে আর কোনো সমীকরণেই কাজ হবে না বার্সার। বিদায় নিশ্চিত হবে টুর্নামেন্ট থেকে। এখন তাই প্লাজেনের জয় ছাড়া অন্য কিছু চাওয়ার নেই বার্সার। এছাড়াও পয়েন্ট টেবিলের লিডার বায়ার্ন মিউনিখের বিপক্ষেও হারতে হবে ইন্টারকে। তবেই কেবল বার্সার সামনে সুযোগ থাকবে শেষ ষোলতে ওঠার।

মূলত শেষ দুই ম্যাচে ইন্টার ২ পয়েন্টের বেশি তুললেই কপাল পুড়বে বার্সার। আবার নিজেদেরও এ দুই ম্যাচে তুলতে হবে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে বার্সার পয়েন্ট হবে ১০, ইন্টারের হবে ৮! গ্রুপ পর্বে বার্সা পরের ম্যাচ খেলবে শক্তিশালী বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এরপর শেষ ম্যাচে নামবে প্লাজেনের বিপক্ষে। এ দুই ম্যাচে জয় তো চাই-ই, ইন্টারের ফলাফলের দিকেও চেয়ে  থাকতে হচ্ছে তাদের।

news24bd.tv/সাব্বির