দেশে একদিনে করোনায় মৃত্যু ২, শনাক্ত ২৯৫

প্রতীকী ছবি

দেশে একদিনে করোনায় মৃত্যু ২, শনাক্ত ২৯৫

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৫ জনে। এই সময়ে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৯২ জনে।

 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৪১-৫০ এবং অন্যজনের ৬১-৭০ বছরের মধ্যে।

 

এতে আরও বলা হয়, দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৫১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৫৮৮ জন।

অধিদপ্তর জানিয়েছে, দেশের ৮৮২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৬৫টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

news24bd.tv/কামরুল