ইসলাম গ্রহণ করলেন 'বিতর্কিত' বক্তা অ্যান্ড্রিউ টেইট

ইসলাম গ্রহণ করলেন 'বিতর্কিত' বক্তা অ্যান্ড্রিউ টেইট

অনলাইন ডেস্ক

নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে বিশ্বব্যাপী সমালোচিত বক্সার অ্যান্ড্রিউ টেইট ইসলাম গ্রহণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের একটি মসজিদে নামাজ পড়তেও দেখা গেছে তাকে। এক ভিডিওতে দেখা যায়, বক্সার ট্যাম খানের সাথে একসাথে নামাজ পড়ছেন অ্যান্ড্রিউ।

নিউ আরবসিয়াসটের খবরে বলা হয়, বিতর্কিত প্রভাবশালী বক্তা অ্যান্ড্রিউ টেইট ইসলামে ধর্মান্তরিত হয়েছেন।

সামাজিক মাধ্যমে তেমনই দেখা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে এখনও কিছু বলেননি তিনি। টেইট ব্যাপকভাবে 'নারীবিদ্বেষী' হিসেবে বিশ্বব্যাপী নিন্দিত বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে সামাজিক মাধ্যম গেটারে ভেরিফায়েড আইডি থেকে তিনি এক পোস্টে লেখেন, 'এ কারণেই আমি মুসলিম, খ্রিস্টানদের মধ্যে যারা ভালোতে বিশ্বাস করে এবং মন্দের বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধ বোঝে, তাকে অবশ্যই ধর্মান্তরিত হতে হবে।

সুতরাং ধৈর্য ধরুন, নিঃসন্দেহে আল্লাহর প্রতিশ্রুতিই সত্য- কুরআন। '

দুবাইয়ের একটি মসজিদে অ্যান্ড্রিউ টেইটের প্রার্থনা (সালাহ) করার ওই ভিডিও গত ২৩ অক্টোবর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। ওই একই অ্যাকাউন্ট থেকে এর পরে আরও বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে।

news24bd.tv/FA