সড়কে তোলা হলো উঁচু দেয়াল, অর্ধশত পরিবার অবরুদ্ধ

সংগৃহীত ছবি

সড়কে তোলা হলো উঁচু দেয়াল, অর্ধশত পরিবার অবরুদ্ধ

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে শত বছরের পুরনো সড়কে উঁচু দেয়াল তুলে মন্দিরে যাতায়াতসহ অর্ধশত পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। যাতায়াতের পথ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। যার বিরুদ্ধে অভিযোগের তীর, তিনি বলছেন, রাস্তাসহ জমি কিনেছেন তিনি। এ বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

সড়কটি দিয়ে মন্দিরে যাতায়াত করতেন হাজার হাজার মানুষ ও টেংলাবাড়ী গ্রামের অর্ধশত পরিবার। দেয়াল তোলায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। শত বছরের এই পুরনো রাস্তা দিয়েই যাতায়াত করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।  

এলাকাবাসী দাবি করেন, শত বছরের এই পুরনো রাস্তা খুলে দিলে মন্দিরসহ গ্রামের অর্ধশত পরিবারের ভোগান্তির নিরসন করা হোক।

 

জমিটির মালিক দাবি করা বজলুর রহমান জানান, রাস্তাসহ ওই জমি কিনেছেন তাঁরা। সেই কেনা জমিতেই তাঁরা কাজ করছেন।  
আর যাতায়াতের সড়কে দেয়াল দেয়াকে দুঃখজনক উল্লেখ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এলাকাবাসী ও মন্দিরের পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ৩ বছর আগে সড়কটি ঢালাই করে কালিয়াকৈর পৌরসভা।

news24bd.tv/ইস্রাফিল