আইইডি মিডিয়া ফেলোশিপ পেলেন নিউজ টোয়েন্টিফোরের ওয়ালীসহ ৬ তরুণ সাংবাদিক 

পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করছেন নিউজ টোয়েন্টিফোরের তরুণ সাংবাদিক হাসান ওয়ালী

আইইডি মিডিয়া ফেলোশিপ পেলেন নিউজ টোয়েন্টিফোরের ওয়ালীসহ ৬ তরুণ সাংবাদিক 

অনলাইন ডেস্ক

গুজব ও সুশাসন বিষয়ে বিশেষ প্রতিবেদনের জন্য মিডিয়া ফেলোশিপ পেয়েছেন নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হাসান ওয়ালীসহ ৬ তরুণ সাংবাদিক। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট (আইইডি) এ ফেলোশিপ প্রদান করে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের ফোক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপের আর্থিক সম্মানী, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ফেলোশিপ পাওয়া অন্য ৫ সাংবাদিক হলেন, দ্য ডেইলি স্টারের আব্দুল্লাহ মো. আব্বাস, চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালের আহাম্মদ উল্লাহ সিকদার, ঢাকা পোস্টের আলকামা আজাদ, যায় যায় দিনের শামীম আহমেদ ও ঢাকা ট্রিবিউনের তানজিনা আমান তানজুম।

   

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান। বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আখতার হোসেন, নিউজ বাংলা টোয়েন্টিফোরের বার্তাপ্রধান সঞ্জয় দে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমীর মুহাম্মদ জুয়েল, শহর সমাজসেবা কর্মকর্তা কেএম শহীদুজ্জামান।  

news24bd.tv/ইস্রাফিল