ম্যানচেষ্টার ইউনাইটেডের বেতনে রোনালদোকে কিনতে চেয়েছিল ব্রাজিলের ক্লাব

সংগৃহীত ছবি

ম্যানচেষ্টার ইউনাইটেডের বেতনে রোনালদোকে কিনতে চেয়েছিল ব্রাজিলের ক্লাব

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের দেয়া বেতনেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনতে চেয়েছিলো ব্রাজিলের ক্লাব স্পোর্ট ক্লাব করিন্থিয়ানস পালিস্তা। তবে সৌদির ক্লাব আল-নাসরের আকাশচুম্বী বেতনের কাছে হেরে যার ক্লাবটি। এ খবর জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।  

ওল্ড ট্রাফোর্ডে প্রতি সপ্তাহে প্রায় ৪ লাখ বেতন পেতেন রোনালদো।

করিন্থিয়ানসের ক্রীড়া পরিচালক ডুইলিও মন্টিরো আলভেস জানান, এই বেতনেই রোনালদোকে দলে ভেড়াতে চেয়েছিলের তিনি। সেই বেতনে ২ বছরের চুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল। তবে আল-নাসরের আকাশচুম্বী বেতনের প্রস্তাবের কাছে হেরে যান তারা।  

ব্রাজিলের ক্লাব ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলেন রোনালদো।

তবে রেকর্ড বেতনে সৌদির ক্লাব আল-নাসরে ২ বছরের চুক্তি করেছেন তিনি। খেলোয়াড় হিসেবে চুক্তি শেষ হলেও ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন পাঁচবারের ব্যালন ডি অর ও উয়েফা চ্যাম্পিয়ন লীগ বিজয়ী খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।

আরও পড়ুন: সৌদিতে বাড়ি না পেয়ে হোটেলে রোনালদো, মাসিক খরচ তিন কোটি টাকার বেশি

সৌদির ক্লাবে কবে অভিষেক হচ্ছে রোনালদোর?

news24bd.tv/আজিজ