করদাতাদের মধ্যে ফেঁসে যাওয়ার ভীতি এখনও রয়েছে: এনবিআর চেয়ারম্যান

ফাইল ছবি

করদাতাদের মধ্যে ফেঁসে যাওয়ার ভীতি এখনও রয়েছে: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

করের আওতায় এলেই ফেঁসে যাবে করদাতাদের মধ্যে এমন ভীতি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেন, করের আওতায় এলেই ফেঁসে যাব। করদাতাদের মধ্যে এমন ভীতি রয়েছে। সেই ভীতি কাটানোর দায়িত্ব এনবিআর কর্মকর্তাদের।

এই ভীতি তৈরি হচ্ছে এনবিআর কর্মকর্তাদের দুর্বলতাতেই। গাড়ি আর ভবনের দিকে মনোযোগী না হয়ে সেবায় মনোযোগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) বিসিএস কর একাডেমি আয়োজিত আয়করবিষয়ক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, মানুষের কর দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।

তবে তাদের করের আওতায় আনা যাচ্ছে না।

আবু হেনা মো. রহমাতুল মুনিম আরও বলেন, মধ্যম আয়ের দেশে চলে যাচ্ছি বলে উল্লসিত হচ্ছি, বিপদটা দেখতে পাচ্ছি না। ট্যাক্স জিডিপির রেশিও নিয়ে হতাশ কিংবা চিন্তিত নয় এনবিআর। শুধু ক্ষুদ্র ও কুটিরশিল্প দিয়ে মধ্যম আয়ের দেশ হওয়া সম্ভব না, ভারী শিল্পকারখানা তৈরি করতে হবে।

 news24bd.tv/হারুন