রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বেড়েছে ৩০ শতাংশ

সংগৃহীত ছবি

রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বেড়েছে ৩০ শতাংশ

অনলাইন ডেস্ক

রাশিয়াকে ঠেকাতে দেশটির জ্বালানির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে পশ্চিমারা। এর জেরে তেল রপ্তানি কমে যায় তাদের। তবে সাম্প্রতিক সময়ে এই প্রেক্ষাপটের বিরাট পরিবর্তন হয়েছে।

১৩ জানুয়ারির হিসাব অনুসারে সপ্তাহটিতে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানি বেড়েছে ৮ লাখ ৭৬ হাজার ব্যারেল বা ৩০ শতাংশ।

বর্তমানে প্রতিদিন ৩৮ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে দেশটি। যা গত বছরের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ। এমনকি বল্টিক সাগর দিয়ে রপ্তানি বেড়েছে ৬ লাখ ২৬ হাজার ব্যারেল।

গত ১৩ জানুয়ারির হিসাব অনুসারে, দিনে ২০ লাখ ৮২ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি এশিয়ায় এসেছে।

চীন ও ভারত নিয়েছে ৩৫ শতাংশ ও ২৭ শতাংশ। এ ছাড়া এশিয়ার অজ্ঞাত স্থানগুলোতে গিয়েছে আরও ২০ শতাংশ জ্বালানি।

রাশিয়ার জ্বালানি রপ্তানির মাত্র ৫ শতাংশ যাচ্ছে ইউরোপে। অপরিশোধিত জ্বালানি রপ্তানির কিছুই বরাদ্দ হয়নি উত্তর ইউরোপের জন্য।

গত নভেম্বরে সমুদ্রপথে দৈনিক ৩০ লাখ ৫ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করেছিল রাশিয়া। ডিসেম্বরে তা ২ লাখ ৬৬ হাজার ব্যারেল কমে দিন প্রতি ২৭ লাখ ৯০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে।

চালানগুলোর কারণে মস্কো তেল রপ্তানি থেকে বড় ধরনের আয় করতে পেরেছে। ১৩ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানি শুল্ক ৪ শতাংশ বেড়ে গেছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

এর পরেও রাশিয়ার অপরিশোধিত তেলের রপ্তানি ২০২২ সালের ২৯ এপ্রিলের আগের মতো হতে পারেনি। ওই সময় সপ্তাহে ২৩২ মিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি আয় হয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

news24bd.tv/মামুন