শিক্ষার্থীদের সাইবার ক্রাইম বিষয়ক বিশেষ ক্লাস নেয়ার নির্দেশ

ফাইল ছবি

শিক্ষার্থীদের সাইবার ক্রাইম বিষয়ক বিশেষ ক্লাস নেয়ার নির্দেশ

শাহানাজ ইয়াসমিন বিশ্বাস

সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি বিষয়ক বিশেষ ক্লাস নেয়ার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যাতে সঠিকভাবে কার্যকর হয় সেটা নিশ্চিত করতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসকদের (ডিসি) সাথে বৈঠক শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা নিয়ে যাতে বিশেষ ক্লাস নেয়া হয় সেটার জন্য ডিসিদের নজরদারি বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের ডাটা সুরক্ষার তথ্য সুরক্ষা আইনটি ভোটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 শিগগিরই আইনটি পাস হবে, এটি হলে সরকারি বেসরকারি সব ধরনের ডাটার সুরক্ষা হবে। তথ্য সুরক্ষা নিয়ে কাজ করতে ডিসিদের ভূমিকা রয়েছে, তাদেরকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

news24bd.tv/FA