ময়মনসিংহে তৃতীয় লিঙ্গ ও যৌনকর্মীরা পেল শীতবস্ত্র

ময়মনসিংহে তৃতীয় লিঙ্গ ও যৌনকর্মীরা পেল শীতবস্ত্র

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে বিট পুলিশিং সমাবেশ এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জেলা পুলিশের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করে উত্তরণ ফাউন্ডেশন।  

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা।  

এতে বিশেষ অতিথি ছিলেন- উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ও সমন্বয়ক এস এম মাহবুব হাসান, হারভেস্ট বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তপন কুমার বর্মণ, জেলা মানবাধিকার জোটের সভাপতি অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, জেলা কমিউনিটি পুলিশের সহ-সভাপতি অ্যাড. বিকাশ রায়, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ প্রমুখ।

 

বিট পুলিশিং সমাবেশ শেষে যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের সদস্যসহ মোট ৬০০ দুঃস্থ ব্যক্তির হাতে কম্বল তুলে দেওয়া হয়।

 news24bd.tv/কামরুল