হিজবুল্লাহ আগেরে চয়ে অনেক শক্তিশালী: ইসরাইল

হিজবুল্লাহ যোদ্ধা

হিজবুল্লাহ আগেরে চয়ে অনেক শক্তিশালী: ইসরাইল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর বিভিন্ন সময় বিশেষ করে সিরিয়ায় হামলা চালানোর পরও তারা আগের চেয়ে শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের একজন কর্মকর্তা।

বলেছেন, সিরিয়ায় তৎপর বিদেশী মদদুপষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ।

ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক সহকারী পরিচালক নাফতালি গ্রানোট গতকাল বৃহস্পতিবার বলেন, আমরা যদি পেছনে ফিরে তাকাই যে হিজবুল্লাহ আগে কেমন ছিল তাহলে দেখব তারা এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে।

গ্রানোট বলেন- বিজয়ী ইরান, রাশিয়া ও সিরিয়ার পক্ষে থাকাই হিজবুল্লাহর আত্মবিশ্বাস এখন তুঙ্গে রয়েছে।

হিজবুল্লাহ বিমান ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে।

এছাড়া, জিপিএস প্রিসিশন গাইডেড সিস্টেম হাতে পয়েছে যা ভারী রকেটগুলোকে নিখুঁতভাবে হামলার জন্য ক্ষেপণাস্ত্রে পরিণত করতে সাহায্য করবে।  

এর আগে, বুধবার ইসরাইলের এক সিনিয়র কমান্ডার বলেছেন, লেবাননে হিজবুল্লাহ শক্তিশালী হচ্ছে এবং পরবর্তী যুদ্ধে ইসরাইল লেবাননের সেনা ও হিজবুল্লাহকে পার্থক্য করতে পারবে না।

তিনি বলেছেন, সিরিয়ায় লড়াইয়ের মধ্যদিয়ে হিজবুল্লাহ শক্তিশালী হয়েছে এবং আত্মবিশ্বাস তৈরি করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর