বেসরকারিভাবে হজে যাওয়ার খরচ বাড়ল ২ লাখ

সংগৃহীত ছবি

বেসরকারিভাবে হজে যাওয়ার খরচ বাড়ল ২ লাখ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি ব্যবস্থাপনায় এবারের হজের সর্বনিম্ন প্যাকেজ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।  গতবছর কোরবানি ছাড়া বেসরকারিভাবে হজের প্যাকেজ মূল্য ছিল ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- হাব এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি জানান, আগামী ৬ ফেব্রুয়ারি বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে।

এবার কোনো এয়ারলাইনস নিয়মিত ফ্লাইটে হজযাত্রী বহন করতে পারবে না। ২১ মে থেকে এবছর হজ ফ্লাইট শুরু হবে।

হাব সভাপতি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস যে ভাড়া নির্ধারণ করেছে, তা আরও কমানোর দাবি জানিয়েছে হাব। এবার কোনো বয়সের সীমা নেই হজযাত্রীদের জন্য।

আলাদা করে হজযাত্রীদের যাওয়ার সময় কোরবানির অর্থ নিতে হবে। বর্তমানে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে এসেছে। অব্যাহত রাখতে কাজ চলছে বলে জানান তিনি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক