বাচ্চার জন্য টিকেট কিনতে বলায় বাচ্চাকে রেখেই বিমানে চড়লেন দম্পতি!

সংগৃহীত ছবি

বাচ্চার জন্য টিকেট কিনতে বলায় বাচ্চাকে রেখেই বিমানে চড়লেন দম্পতি!

অনলাইন ডেস্ক

বাচ্চার জন্য আলাদা টিকেট কিনতে বলায় বিমানবন্দরের টিকেট কাউন্টারে শিশু বাচ্চাকে রেখে চলে যান এক দম্পতি। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

সিএনএন জানায়, রাইয়ানাইরের একটি ফ্লাইটে তেল আবিবের গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলজিয়ামের উদ্দেশে যাচ্ছিলেন ওই দম্পতি।

তাদের সঙ্গে তাদের শিশু সন্তান ছিল তবে তার জন্য টিকেট নেননি ওই দম্পতি। চেক-ইনের সময় তাদের জানানো হয় সন্তানের জন্য একটি টিকেট লাগবে। পরে শিশুকে চেক-ইন কাউন্টারে রেখেই বিমানে চড়তে যান তারা।

এ সময় বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা তাদের আটকান এবং পুলিশে খবর দেন।

তবে পুলিশ আসার আগেই বিষয়টি মিটমাট হয়ে যায়।  

রাইয়ানাইরের ওয়েবসাইটে বলা আছে, শিশুকে কোলে নিয়ে ভ্রমণ করতে হলে ২৭ ডলার দিয়ে বাচ্চাদের একটি টিকেট নিতে হবে। আর যদি শিশুকে আলাদা সিটে করে নিতে চান তবে একটি সিটের টিকেট নিতে হবে।  

এ ঘটনায় ইসরায়েল পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই বিষয়টি মীমাংসা হয়ে গেছে। তাই আলাদা করে তদন্তের কোনো দরকার নেই।  

news24bd/আজিজ