রাজশাহী বিভাগের 'কুরআনের নূর' প্রতিযোগিতার বাছাই পর্ব চলছে

রাজশাহী বিভাগের 'কুরআনের নূর' প্রতিযোগিতার বাছাই পর্ব চলছে

রাজশাহী প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী শুরু হয়েছে কুরআন প্রতিযোগিতার সর্ববৃহৎ আসর হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৩ এর মেগা রিয়ালিটি শো 'কুরআনের নূর' এর বাছাই পর্ব। বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নিতে আসা রাজশাহী বিভাগের প্রতিযোগিদের উপস্থিতিতে আজ মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর হয়ে উঠেছে অনুষ্ঠানস্থল। বাছাই পর্বে অংশগ্রহণ করছে রাজশাহী, চাপাইনবয়াবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলার হাফেজরা।

সকাল ৭টা থেকে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনের আশপাশ হাফেজদের পদভারে মুখর হয়ে উঠে।

উদ্দেশ্য দেশের বৃহত্তর শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এর 'কুরআনের নূর' এ অংশগ্রহণ করা।

প্রতিযোগিদের সবাই কুরআনের পূর্ণাঙ্গ হাফেজ এবং বয়স ১৫ বছরের নিচে। প্রতিযোগিতা ঘিরে ভোর থেকেই রাজশাহী নগরীতে আসে বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগি, অভিভাবক ও শিক্ষকরা। কুরআনের পাখিরা তাদের সুমধুর কন্ঠে বিমহিত করে সবাইকে।

প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি হাফেজরা। ধন্যবাদ জানান বসুন্ধরা গ্রুপকে।

এমন বৃহৎ আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান বিচারকরা। তারা বলছেন, এমন আয়োজনে কুরআন পাঠে আরও বিশুদ্ধতা আসবে। অনুপ্রেরণা পাবেন হাফেজরা।