বিসিএলে শতক হাঁকালেন সাদমান

বিসিএলে শতক হাঁকালেন সাদমান

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম। দেড়শর কাছাকাছি গিয়ে তিনি আউট হয়েছেন মধ্যাঞ্চলের আবু হায়দার রনির বলে।

২৪০ বলে সাদমান করেন ১৩০ রান। তার ইনিংসে ছিল ১৭টি চার ও একটি ছয়ের মার।

তার সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন পিনাক ঘোষ। পিনাক রনির বলে আউট হন গোল্ডেন ডাক দিয়ে। ওয়ানডাউনে খেলতে নামেন এনামুল হক। তিনি সাদমানকে খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি।
৩৭ বলে ২৩ রান করে এনামুল সাজঘরে ফেরেন রানআউটের শিকার হয়ে।

সাদমানের সঙ্গে অমিত হাসান অনেকক্ষণ ক্রিজে টিকে ছিলেন। রাকিবুল হাসানের বলে আরিফুলকে ক্যাচ দেয়ার আগে ৩০ রান করেন তিনি। ৮৭ বলে অমিতের ইনিংসটিতে আছে ৫টি চারের মার। এরপর ফজলে রাব্বির সঙ্গে লম্বা জুটি গড়েন সাদমান। দুজনের ১১০ রানের জুটির পর আঘাত করেন অলরাউন্ডার সৌম্য সরকার। ফিফটি পূর্ণ করে ফজলে রাব্বি ক্যাচ দেন উইকেটের পেছনে।

রাব্বির বিদায়ের পর ঝটপট বিদায় নেন ইমরানুজ্জামান, নাহিদুল ইসলাম ও সাদমান। এরপর প্রথম দিন কাটিয়ে দেন নাসুম আহমেদ ও সুমন খান মিলে। প্রথম দিন শেষে ৭ উইকেটে তাদের সংগ্রহ ২৮১। নাসুম ২৫ ও সুমন ৪ রানে অপরাজিত রয়েছেন। মধ্যাঞ্চলের হয়ে ৩টি উইকেট নেন রনি। সৌম্য ২টি ও রাকিবুল পান একটি উইকেট।

news24bd.tv/কামরুল