স্ত্রীর করা মামলায় ক্রিকেটার আল আমিনের বিচার শুরু

সংগৃহীত ছবি

স্ত্রীর করা মামলায় ক্রিকেটার আল আমিনের বিচার শুরু

অনলাইন ডেস্ক

জাতীয় দলের ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে করা স্ত্রীর নির্যাতন ও যৌতুক মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আজ রোববার (৫ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত আল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

আজ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন আল আমিন আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।

শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। সাক্ষীর জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন।

গত বছর আল আমিনের বিরুদ্ধে তিনটি মামলা করেছিলেন তার স্ত্রী। ১ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা করেছিলেন ইসরাত।

৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে একই অভিযোগে আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিনি। এর[প্র ১৬ নভেম্বর ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ বেগম কানিজ তানিয়া রূপার আদালতে দাম্পত্য অধিকার ফিরে পেতে আরও একটি মামলা দায়ের করেন ইসরাত।

আদালত মামলা আমলে নিয়ে তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। আদেশ মেনে ২৭ সেপ্টেম্বর আল আমিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। সেদিন শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছিলেন।

এদিকে স্ত্রীর অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন আল আমিন। সবশেষ গত ৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি। দাবি করেন পরকীয়ায় লিপ্ত হয়ে ক্যারিয়ার ধ্বংস করাই ছিল তার স্ত্রীর উদ্দেশ্য।

news24bd.tv/SHS

সম্পর্কিত খবর