সাদাকালো বেশে এবার মহিউদ্দিন রনির ব্যতিক্রমী প্রতিবাদ

সংগৃহীত ছবি

সাদাকালো বেশে এবার মহিউদ্দিন রনির ব্যতিক্রমী প্রতিবাদ

অনলাইন প্রতিবেদক

সারাদেশে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ও ঈদুল ফিতরে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ব্যতিক্রমীভাবে প্রতিবাদ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রাজু ভাস্কর্যের সামনে ব্যতিক্রমী বেশভূষায় দাঁড়িয়ে এ প্রতিবার জানান রেলে অনিয়ম নিয়ে আলোচনায় আসা রনি।

এদিন সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে প্রতিবাদের বিষয়ে রনি লেখেন, 'বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ঈদে বাস ভাড়া নিয়ন্ত্রণের ২ দফা দাবি। বাংলাদেশের সর্বস্তরের জনগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তার কারণ সম্বন্ধে নিশ্চয়ই জানেন।

আড়তদার, মজুতদার ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে অনেক বাস মালিকেরাও ঈদ উপলক্ষে ঈদ সালামির নামে অতিরিক্ত বাস ভাড়া আদায় করছে। '

তিনি আরও লেখেন, 'সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এক্সপোজ, তর্কাতর্কির আড়ালে ঘাপটি মেরে থেকে, নাড়িরটানে বাড়ি ফেরার তাড়ায় থাকা জনগণের সর্বস্ব লুটে নিচ্ছে কর্পোরেট মজুতদার ও বাস মালিক সিন্ডিকেট। একবার ভাবুন তো নিম্ন আয়ের, মধ্য আয়ের মানুষগুলো পরিবার নিয়ে সেই উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে এত ভাড়া দিয়ে যাতায়াতেই তো তাদের সারা মাসের বেতন, ঈদ বোনাস শেষ হয়ে যাবে। এরা ঈদে বাড়ি ফিরে খাবে কি?'

অভিযোগ তুলে রনি লেখেন, যেভাবে পারছে লুটছে লুটেরার সিন্ডিকেট।

এমতাবস্থায় সাধারণ জনগণের পক্ষে ২ দফা দাবি যথা-
১. ঈদে অতিরিক্ত ও অন্যায্যভাবে বাস ভাড়া আদায় বন্ধ করতে হবে।
২. কর্পোরেট মজুতদারদের সঠিক তদারকি ও আইনের প্রয়োগের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।

সবশেষে রনি তার পোস্টে আরও লেখেন, 'ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ,  বিএসটিআই, জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় প্রশাসন সহ ভোক্তা ও যাত্রীদের অধিকার রক্ষায় নিয়জিত রাষ্ট্রের সকল দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি। ঈদে সবার বাড়ি ফেরা নির্বিঘ্ন ও সুন্দর হোক। '

news24bd.tv/FA