রাজধানীর ছনটেক এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহরণের শিকার এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান র্যাব ১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দীন।
র্যাব জানায়, গত ২৯ এপ্রিল বিকেল ৪ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চান্দুরায় জমি কেনার জন্য যাচ্ছিলেন, পথেই তাকে অপহরণ করে চক্রটি।
র্যাব আরও জানায়, চক্রটি বিভিন্ন কৌশলে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। এছাড়া তারা টাকা না পেলে দেশীয় অস্ত্র দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে বলেও দাবি র্যাবের।
অভিযানে ভুক্তভোগী আলমগীরকে অত্যন্ত আহত অবস্থায় উদ্ধার করা হয় জানিয়েছে র্যাব।
news24bd/ARH