ঝিনাইদহে ২০টি স্বর্ণের বারসহ আটক ২

সংগৃহীত ছবি

ঝিনাইদহে ২০টি স্বর্ণের বারসহ আটক ২

অনলাইন ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২.৩৩১ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত দশটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৫ লাখ টাকার বেশি।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হয়ে পারে।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাজীরবেড় গ্রামের খোলা মাঠে অবস্থান নেয়। সোয়া দশটার দিকে মাঠ দিয়ে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করে বিজিবি। পরে তাদের কোমরে কস্টেপ পেঁচানো অবস্থায় ২ দশমিক ৩৩ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার টাকা।
 

গ্রেপ্তারকৃতরা হলেন, পলিয়ানপুর গ্রামের মৃত সাদির আলী মন্ডলের ছেলে আছানুর (৪৮) এবং মৃত চয়েন মন্ডলের ছেলে নবিছদ্দি মন্ডল (৫৮)। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

news24bd/ARH