ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন

সংগৃহীত ছবি

ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন

অনলাইন ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপা নির্ধারণী এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৮২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শেখ জামাল।

তবে এই ম্যাচেই বিপাকে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বোলিংয়ে এসে ইনজুরিতে পড়েন তিনি।

এরপর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

শেখ জামালের ইনিংসের ৪৭তম ওভারে ব্যক্তিগত কোটার ষষ্ঠ ওভারে আসেন এই পেসার। ওই ওভারের প্রথম বল করতে গিয়ে বল ছাড়ার ঠিক আগ মুহূর্তেই হঠাৎ করে পড়ে যান তিনি। আর বলটি ক্রিজে থাকা ব্যাটার নুরুল হাসানের কাঁধের ওপর দিয়ে চলে যায়।

এরপর এটিকে ‘নো বল’ ডাকেন অনফিল্ড আম্পায়ার। এরপরেই স্ট্রেচারে করে সাইফউদ্দিনকে মাঠ ছাড়তে দেখা যায়।

এর আগে, ফিট না থাকায় সুপার লিগের প্রথম চার ম্যাচের একাদশে ছিলেন জাতীয় দলের এই মুখ। ‘অলিখিত’ ফাইনালের মধ্য দিয়েই আজ মাঠে ফিরেছিলেন তিনি। তবে এই ফেরাটাও সুখকর হলো না। শেষ পর্যন্ত ইনজুরি নিয়েই তাকে মাঠ ছাড়তে হয়েছে।

এই ম্যাচে ৫ ওভার বল করে ২৫ রান খরচায় এক উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। তবে এখনও তার ইনজুরির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

news24bd.tv/কেআই 

এই রকম আরও টপিক