দিনাজপুরে বজ্রপাতে নিহত ১

প্রতীকী ছবি

দিনাজপুরে বজ্রপাতে নিহত ১

অনলাইন ডেস্ক

দিনাজপুরের চিরিরবন্দরে গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে আহসান হাবিব নামে একজন নিহত হয়েছেন এবং তার ছোটভাই নাহিদ (১২) আহত হয়েছেন।  

আহত নাহিদকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যার আগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

বজ্রপাতে নিহত আহসান হাবিব (২২) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চিরিরবন্দরে গোবিন্দপুর গ্রামের আহসান হাবিব ও নাহিদ তাদের চাচা আনারুল ইসলামের হারিয়ে যাওয়া গরু খুঁজতে পাশের গ্রাম কেশবপুরে যায়। এসময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই বড় ভাই আহসান হাবিব নিহত হয় এবং তার ছোট ভাই নাহিদ আহত হয়।  

স্থানীয় লোকজন আহত নাহিদকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুর এ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই রকম আরও টপিক