দিনাজপুরে তজিমদ্দিন হত্যা মামলার তিন আসামির যাবজ্জীবন

প্রতীকী ছবি

দিনাজপুরে তজিমদ্দিন হত্যা মামলার তিন আসামির যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর চিরিরবন্দরের তজিমদ্দিন হত্যা মামলায় আফজাল হোসেন, আব্দুল লতিফ, ও শামসুল হক নামের তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শ্যাম সুন্দর রায়।

এছাড়াও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয় বিজ্ঞ আদালতে বিচারক।  

সাজা প্রাপ্ত আসামি আফজাল হোসেন চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে, আব্দুল লতিফ উত্তর ভোলানাথপুর গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র এবং শামসুল হক একই উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের কাচুয়া শাহার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি মোস্তাফিজুর রহমান জানান, বিজ্ঞ আদালতের বিচারক ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় সোমবার দুপুরের প্রদান করেন।

দীর্ঘ ২৬ বছর পরে রায় হলেও বাদী এই রায়ে খুশি।

১৯৯৭ সালের জুলাই মাসের ৩১ তারিখ বিকালে তজিমউদ্দিন বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পর চিরিরবন্দর উপজেলার দামুয়া পুকুরে কাচুরিপানার ভিতর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার স্ত্রী আরজিনা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে পরিকল্পিত হত্যা অভিযোগে চার জনকে গ্রেপ্তার করে। তবে এই মামলায় একজন দোষী প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয় আদালত।