হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

সংগৃহীত ছবি

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় শহিদুল ইসলাম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইকতার মোল্লাকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের ১০ বছর পর বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার  করা হয়।

সংবাদমাধ্যমকে শুক্রবার এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২০১২ সালে ২৭ জুলাই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নৃশংসভাবে হত্যা করা হয় মোটরসাইকেলচালক মো. শহিদুল ইসলামকে।

শহিদুল উপজেলাল ধুলঝুড়ি গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  

ওই ঘটনায় নিহত শহিদুলের চাচা মো. আাক্কাস শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে ঘটনার একদিন পর ২৮ জুলাই আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত ইকতার মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড দেন। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

 

বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার  করা হয়।

news24bd.tv/কেআই