হিট চেম্বার বিস্ফোরণ: কারখানা মালিক-কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মো. মশিউর রহমান

হিট চেম্বার বিস্ফোরণ: কারখানা মালিক-কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

শেখ সফিউদ্দিন জিন্নাহ্ • নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যানস লিমিটেড কারখানার হিট চেম্বার বিস্ফোরণে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি বুধবার (৩ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই দুর্ঘটনায় কারখানা মালিক-কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।  

তদন্ত কমিটি বলছে, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, কারখানাটিতে খুবই নিন্মমানের পরিবেশ বিরাজমান। এতে ফায়ার সার্ভিসেরও কোন অনুমোদন নেই।

এ জাতীয় হিট চেম্বার দ্বিতীয় তলায় বসানোর কোনো নিয়ম নেই। এছাড়া 
কারখানা কর্তৃপক্ষের অবহেলা, অদক্ষতারও প্রমাণ পাওয়া গেছে। তাদের টেকনিক্যাল বিষয়ে কোনো ধারণা নেই। ’ 

দুপুরে টঙ্গী ন্যাশনাল ফ্যান ফ্যাক্টরির হিট চেম্বার বিস্ফোরণস্থল পরিদর্শন করেছে গাজীপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আসাদুজ্জামান, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.আক্তারুজ্জামান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমীরুল আলম প্রমুখ।  

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মো. মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশে মাত্র ৩ জন বয়লার পরিদর্শক রয়েছে। সারাদেশে প্রতিদিন একজন বয়লার পরির্দশক যদি পরিদর্শন করে, তবে একশ পরিদর্শক লাগে। একটি কারখানার বয়লার পরিদর্শনে দুইদিন সময় লাগে। দেশে বয়লার পরিদর্শনের ব্যবস্থা থাকলেও লোকবল খুব কম। হিট চেম্বার পরিদর্শনে পরিদর্শকের কোনো পদও নেই, বিস্ফোরক অধিদপ্তরের প্রধানের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাদেরও এটা আওতাভুক্ত নয়, এটা পরিদর্শনের জন্য কোনো অথরিটিও নেই। ’

তিনি আরও বলেন, ‘হিট চেম্বার কারখানা কর্তৃপক্ষের নিজস্ব তৈরি। এটা কাঠামোগত বা কারখানার লে-আউটের মধ্যে নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার ও আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। ’

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বিস্ফোণের ঘটনায় মঙ্গলবার রাতে নিহত আজিজুল হকের বাবা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে একটি দুর্ঘটনা জনিত মামলা দায়ের করেছেন। মামলায় ওই কারখানায় মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের আসামি করা হয়েছে। মামলাটি তদন্তনাধীন আছে। ’
 
উল্লেখ্য, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় মঙ্গলবার ন্যাশনাল ফ্যানস লিমিটেড কারখানার দ্বিতীয় তলায় দুইটি হিট চেম্বারে বিস্ফোণের ঘটনা ঘটে। এতে আজিজুল হক, সামসুল হক ও লাল চান নামে ৩ শ্রমিক নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হন।



জিন্নাহ্▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর