ঈদে ঢাকা ছেড়েছে প্রায় কোটি মানুষ

সংগৃহীত ছবি

ঈদে ঢাকা ছেড়েছে প্রায় কোটি মানুষ

অনলাইন ডেস্ক

ঈদুল আজহা উদযাপনে গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত এই পাঁচ দিনে ঢাকা ছেড়েছেন ৯৯ লাখ ৪৭ হাজার ৭২৬ জন সিম ব্যবহারকারী। বিপরীতে এই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৩২ লাখ ৮২ হাজার ১৫২ জন।

আজ রোববার (২ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী তার ফেসবুক পোস্টে জানান, ঈদের ছুটিতে মঙ্গলবার (২৭ জুন) ঢাকার বাইরে যান ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন সিম ব্যবহারকারী।

ঈদের আগের দিন বুধবার (২৮ জুন) ঢাকার বাইরে যান ৩১ লাখ ৪১ হাজার ৪৩০ জন।

ঈদের দিন বৃহস্পতিবারও ঢাকা ছাড়েন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ জন সিম ব্যবহারকারী। ঈদের পরদিন শুক্রবার ঢাকা ছাড়েন ১৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন সিম ব্যবহারকারী। সর্বশেষ ১ জুলাই (শনিবার) ঢাকার বাইরে যান ১০ লাখ ৭০ হাজার ৬১৩ জন সিম ব্যবহারকারী।

অন্যদিকে এই পাঁচদিনের দিনের মধ্যে সবচেয়ে বেশি ৭ লাখ ৭৮ হাজার সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেন মঙ্গলবার। সর্বশেষ শনিবারে ঢাকায় প্রবেশ করেন ৬ লাখ ৬১ হাজার ৮১৩ জন।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক