সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে আব্দুল্লাহ শাহ (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৫ জুলাই) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ শাহ রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ভাটোপাড়া গ্রামের মৃত আব্দুল গনি শাহর ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ জুলাই আব্দুল্লাহ শাহকে আটক করে র‌্যাব। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৩২১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোশতাক আহমেদ বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।