বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বাজুস বেগমগঞ্জ শাখার আহবায়ক মানিক লাল দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণেশ চন্দ্র কুরী, সুবল কুরী প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে উদ্বোধন করেন বেগমগঞ্জ শাখার আহবায়ক মানিক লাল দাস।  

আলোচনা সভায় বক্তারা বসুন্ধরা গ্রুপের এমডি বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে নোয়াখালী সহ সারাদেশে বাজুসের কার্যক্রম সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে এবং সংগঠনটি সুসংগঠিত হচ্ছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসিডেন্টের পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা জানান তারা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, বাবু পলাশ কুরী, বাবু ঝন্টু কুরী, আশিক কুরী, পলাশ বর্মন, রাজন কুরী ও খোরশেদ আলম রাজু সহ উপজেলার বিভিন্ন হাটবাজারের জুয়েলারী এসোসিয়েশনের সমিতির সদস্যবৃন্দ।  

এর আগে এক বর্ণাঢ্য রালী বাণিজ্য নগর চৌমুহনী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জেলার শহর মাইজদী, সোনাইমুড়ী সহ বিভিন্ন উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা হয়েছে।