কৃষ্ণসাগর বন্দরে জাহাজ আসলে হামলার হুঁশিয়ারি রাশিয়ার

সংগৃহীত ছবি

কৃষ্ণসাগর বন্দরে জাহাজ আসলে হামলার হুঁশিয়ারি রাশিয়ার

অনলাইন ডেস্ক

ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরে কোনো জাহাজ আসলে তাকে সামরিক নিশানা হিসেবে বিবেচনা করবে রাশিয়া। শস্য  রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে আসার পর এ ঘোষণা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণসাগর বন্দরে কোনো জাহাজ আসলে সেটা ইউক্রেনের পক্ষে আসা সামরিক জাহাজ বলে বিবেচনা করবে রাশিয়া। একইসঙ্গে জাহাজের মালিকানাধীন দেশ রুশ-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে বলেও দরে নেবে ক্রেমলিন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।  

এর আগে হোয়াইট হাউসের উর্ধতন এক কর্মকর্তা বলেছেন, কৃষ্ণসাগরে ভ্রমণ করা বেসামরিক জাহাজে হামলার করে তার দায় ইউক্রেনের ওপর চাপানোর পরিকল্পনা করছে রাশিয়া। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনের বন্দরে প্রবেশমুখে আরও সি-মাইন স্থাপন করেছে রাশিয়া।  

এর আগে, কৃষ্ণসাগর বন্দর দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসে রাশিয়া।

পরে ইউক্রেন জানায় রাশিয়াকে ছাড়াই শস্য রপ্তানি করবে তারা। এর জেরে এমন সিদ্ধান্তের কথা জানালো মস্কো।  

সূত্র: আলজাজিরা।  

news24bd/ARH