'হাইকোর্টের আদেশ অমান্য জনগণের জন্য অমঙ্গল ডেকে আনবে' 

ফাইল ছবি

'হাইকোর্টের আদেশ অমান্য জনগণের জন্য অমঙ্গল ডেকে আনবে' 

হাবিবুল ইসলাম হাবিব

হাইকোর্টের আদেশ অমান্য চলতে থাকলে তা দেশের জনগণের জন্য অমঙ্গল ডেকে আনবে বলে মন্তব্য করেছেন আদালত। সেইসাথে হাইকোর্টের আদেশ অমান্য করে আসামি গ্রেপ্তারের ঘটনায় আসামিদের জামিন না দিয়ে আদালতে প্রেরণের কারণ ব্যাখ্যা করতে শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আল ইমরানকে ২০ আগস্ট স্বশরীরে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এ দিন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মণির ও ওসি পদ্মাসেতু দক্ষিণ শেখ মুস্তাফিজুর রহমান আদালতে হাজির হলেও তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়নি‌‌।

এর আগে গেল ২৯ মে একটি ছিনতাই মামলায় হাইকোর্টে আগাম জামিন নেন মামলার তিন আসামি সাদ্দাম, বকুল ও সাইদুল। কিন্তু ৩০ মে তাদের গ্রেপ্তার করা হয়, ১ জুন তাদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পরে ৪ জুন তাদের জামিন দেয়া হয়।

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক