সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে নভেম্বরে

ফাইল ছবি

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে নভেম্বরে

মাসুদ সুমন

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে। আজ বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ভোটের নিরাপত্তায় নির্বাচনের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছে দেয়া হবে। তবে দুর্গম এলাকায় আগেই দেয়া হবে।

আর তফসিল ঘোষণার আগেই স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে, ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে নতুন অ্যাপ চালু করবে নির্বাচন কমিশন। মূলত নমিনেশন পেপার জমা দেয়া নিয়ে সহিংসতা কমাতেই এই অ্যাপ চালুর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এছাড়াও কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কে থাকবে, ভোটার কোন কেন্দ্রে ভোট দিতে পারবে, ভোটারের সিরিয়াল নাম্বার জানতে পারবে এই অ্যাপের মাধ্যমে। একইসঙ্গে প্রতি দুই ঘণ্টা পর পর দেখা যাবে কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে।

news24bd.tv/TR